উল্লাপাড়া

উল্লাপাড়ায় মহুরুম মারুফের দোয়া মাহফিলে পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়ায় আওয়ামীলীগ এ্যাড মারুফ বিন হাবিব গত ২৬ জানুয়ারী হার্ট এ্যাটাকে মৃত্যুর পর থেকেই উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগ ও তার অঙ্গ সংগঠন প্রতিনিয়ত শোক শোভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আসছে । এরই অংশ হিসেবে শুক্রবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালায়ের সচিব কবির বিন আনোয়ার উল্লাপাড়ায় মহুরুম এ্যাড. মারুফ বিন হাবিব এর দোয়া মাহফিলে যোগ দেন । এর আগে মহুরুমের কবর জিয়ারত করেন এবং মারুফের শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন ।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না ও উপজেলা আওয়ামিলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ ।