উল্লাপাড়ায় মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ১ জন নিহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ।
রবিবার সকাল ৮টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তবাড়ি এলাংজানি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন । পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ । আটক কৃতদের মধ্যে দু জন মহিলাও রয়েছে । বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি সাভাবিক রয়েছে ।
নিহত জামাল উদ্দিন একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে । আহতরা হলেন- মুকুল (৪৫), শাহ আলম (৪৮), মোশারফ হোসেন (৭০), ইমরান হোসেন (২৩), জুলমত (৬০)। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, দত্তবাড়ি এলাংজানি গ্রামের মসজিদের পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামের দু-গ্রুফের মাঝে বিরোধ চলে আসছিল । এক পক্ষ পুকুরটি মসজিদ কমিটির কাজ থেকে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলো । অন্য পক্ষ রবিবার সকালে ওই পুকুরে মাছ ধরতে এলে প্রতিপক্ষ বাধা দেয় । এ সময় দুপক্ষের সংঘর্ষ বেধে গেলে সংঘর্ষে একজন নিহত হন । তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
নিউজ
২৩/০৪/২০২৩