উল্লাপাড়া

উল্লাপাড়ায় মসজিদের জমি নিয়ে সংঘর্ষ আহত ১৪

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড়কোয়ালিবেড় জামে মসজিদের জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুফের সংঘর্ষে উভয়পক্ষের ১৪ জন গুরুতর আহত হয়েছে । এদের মধ্যে ১১ জনকে আশংকা অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাডপাতালে ভর্তি করা হয়েছে ।
রোববার বেলা ২টার দিকে উল্লাপাড়া উপজেলার বড়কোয়ালিবেড় জামে মসজিদের জমির দখল নিয়ে গ্রামের আয়ুব মোল্লার দলের সঙ্গে সাইদার রহমানের দলের লোকজনের সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে ১১ জনকে আশংকা অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপালে পাঠিয়েছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। আহতরা হলেন, হাতেম মোল্লা, লিয়াকত আলী, আয়ুব মোল্লা, সোয়েব আলী, হামিক প্রামানিক, ওয়াসিম মোল্লা, আব্দুল্লা, সবুজ আলম, তারিকুল ইসলাম, সাইদার রহমান ও সাবিনা খাতুন। এরা সবাই বড়কোয়ালিবেড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, বড়কোয়ালীবেড় জামে মসজিদের জমি মসজিদের প্রবেশের রাস্তা হিসাবে ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আয়ুব মোল্লার লোকজনের সঙ্গে সাইদার রহমানের লোকজনের গোলোযোগ চলে আসছিল। রোববার সকালে সাইদারের লোকজন মসজিদের প্রবেশের রাস্তা বন্ধ করে দিলে এই গোলোযোগের সূত্রপাত হয়। উভয় পক্ষ লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৪ জন আহত হন।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক অরুপ মন্ডল ঘটনাস্থল থেকে ফিরে এসে গনমাধ্যম কর্মীদেরকে জানান, ওই গ্রামে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, বর্তমানে বড়কোয়ালিবেড় গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। কোন পক্ষই এখন পর্যন্ত থানায় মামলা দেয়নি।