উল্লাপাড়ায় মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন- ৮ গরু দগ্ধ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোয়াল ঘরে জ্বালানো মশার কয়েল থেকে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে এক কৃষকের ৮ টি গরু মারা গেছে। এ আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লাপাড়া ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন । ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া দক্ষিণ পাড়া গ্রামের তফিজ আকন্দর বাড়িতে ।
মঙ্গলবার রাতে গোয়ালঘরের মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন কৃষক তফিজ আকন্দ । রাত ২ টার দিকে কয়েল থেকে আগুন লাগে গোয়াল ঘরে । আগুনের ধোঁয়ায় ঘুম ভাঙে তফিজের । তার চিৎকারে আগুন নেভাতে ছুটে আসেন গ্রামবাসী । মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গোয়াল ঘরেও । খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয় ।
এ আগুনে তফিজ উদ্দিনের দুটি গোয়াল ঘরে থাকা ৮টি গরু দগ্ধ হয়ে মারা যায়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে ।
ক্ষতিগ্রস্ত তফিজ আকন্দ বলেন, কোরবানিতে বিক্রির জন্য ধারদেনা করে গরুগুলো পালন করছিলাম। সংসারে পুঁজি বলতে এ গরুগুলোই ছিল তার সম্বল । তিনি বলেন তার সবকিছুই শেষ হয়ে গেছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন বড় ছোটো মিলে আটটা গরু মারা গেছে। তাদের হিসেবে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা৷
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়েছি। ক্ষতিগ্রস্তকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৯/০৪/২০২৫