উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ দোকান উচ্ছেদ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাহজাহানপুর খেলার মাঠের সরকারী জায়গা থেকে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।
উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হাসান খান এ আদালত পরিচালনা করেন ।
উল্লাপাড়া উপজেলা পঞ্চক্রোশী ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের খেলার মাঠের সরকারী জায়গা দখল করে বেশ কিছু দোকান গড়ে উঠেছিলো । এতে ওই মাঠে খেলাধুলার সমস্যা হওয়ায় এলাকাবাসী স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন । ওই অভিযোগ পেয়ে অবৈধ দখলদার দোকান্দারদেরকে দখল ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয় উপজেলা ভুমি অফিস থেকে ।
এ নোটিশ পেয়েও অবৈধ দখল ছেড়ে না দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে দোকানগুলো ভেঙ্গে গুড়িয়ে সরিয়ে দিয়ে দখল মুক্ত করা হয় ।