উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১০ জুয়ারির অর্থদন্ড
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
শুক্রবার রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামে জুয়া খেলার আসর থেকে ১০ জুয়ারিকে আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ১০ জুয়ারিকে ১০০ টাকা করে অর্থ দন্ড করা হয় ।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ভুতগাছা গ্রামের আসাদুল(১৯), লুৎফর রহমান (২২),বেল্লাল (২১),শাহাদাত (১৯),জাহিদুল (১৭),সিহাব উদ্দিন (১৬),সবুজ হোসেন (২০), ভূতবাড়িয়া গ্রামের সাদ্দাম হোসেন (১৬), বেতুয়া গ্রামের সাজ্জাদ হোসেন (১৮), ও পূর্বদেলুয়া গ্রামের ইউনুস আলী (২৫) ।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেওয়ান মওদুদ আহমেদ শনিবার এদের সবাই কে ১ শত টাকা করে অর্থদন্ড করে এবং তা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয় ।