উল্লাপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনামুলক সেমিনার
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
রবিবার সকালে উল্লাপাড়া উপজেলা অফিসার্স ক্লাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় উল্লাপাড়া উপজেলা প্রশাসন এ সেমিনারের অায়োজন করেন ।
সেমিনারের সভাপতি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুব হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহা, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপ-পরিচালক (উপ-সচিব) সৈয়দ মস্তোফা হাসান, উল্লাপাড়া মডেল থানার দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ ।