উল্লাপাড়ায় ব্রীজের নীচে সংযোগ সড়কেরমাটি ধসে যাওয়া অংশ মেরামত চলছে
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নগরবাড়ী- বগুড়া মহাসড়কের চৌকিদহ নামক স্থানে বিলসূর্য(কচুয়া) নদীর উপর পুরানো ব্রীজের সংযোগ সড়কের মাটি ধসে যাওয়া অংশ জরুরীভাবে মেরামত করা হচ্ছে ।
জানা যায় ১৯৬৭ সালের দিকে উপজেলার পৌর এলাকার চকিদহে বিলসূর্য ( কচুয়া ) নদীর উপর নির্মাণ করা পুরানো ব্রীজের সংযোগ সড়কের একপাশের নীচের মাটি বন্যার পানির স্রোতে আঘাতে ধসে যেতে থাকে । বিষয়টি জানতে পেরে উল্লাপাড়া সড়ক উপ-বিভাগ ( সওজ) থেকে সংযোগ সড়কের ক্ষতিগ্রস্থ অংশ জরুরি ভাবে মেরামতের কাজ শুরু করে ।
উল্লাপাড়া সড়ক উপ-বিভাগের উপ- সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম বলেন ব্রীজটির নীচ দিয়ে বন্যার পানি প্রবাহে বাধা পাওয়ায় সংযোগ সড়কের নীচে বন্যার পানির স্রোতের আঘাতে ব্রীজের নীচের মাটি ধসে যেতে থাকে । গত কদিন ধরে মেরামত কাজ করা হচ্ছে । তিনি বলেন মেরামত কাজ শেষের দিকে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৪/০৭/২০২৪