উল্লাপাড়া

উল্লাপাড়ায় বৈশাখী শাড়ীর কেনা-বেচা নেই

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধি:

আর কয়দিন পরেই বাঙালির প্রাণের উৎস পহেলা বৈশাখ । ওই পহেলা বৈশাখ ঘিরে উল্লাপাড়ার মার্কেট গুলোতে উৎসবের আমেজে কেনা-বেচা দেখা যেতো কয়েক দিন আগ থেকেই কিন্তু করোনার এই মহামারি সময়ে বৈশাখী শাড়ী ও পোষাকের কেনা-বেচা নেই । এবছরেও সেই আমেজ আর নেই আনন্দ প্রিয় মানুষের মাঝে । বাঙালির বছরে প্রথম দিন পহেলা বৈশাখ । এই দিনটাকে ঘিরে পৌর এলাকার ঘাটিনা ব্রীজ ও দূর্গানগরের পাইকপাড়ার সোনতলা ব্রীজের নীচে বসে আনন্দ মেলা । এই মেলাকে ঘিরে কয়েক দিন আগ থেকেই বিক্রি শুরু হয় উল্লাপাড়ার দোকান গুলোতে বৈশাখী হলুদ, লাল, সাদা নানা রং-বেরঙের শাড়ী ও পোষাক । গত বছর করোনার মহামারির কারণে পহেলা বৈশাখের শাড়ী পোষাক বিক্রি হয়নি । এবার করোনা ভাইরাসের মহামারির সাথে পহেলা বৈশাখ রমজানের প্রথম দিন । বৈশাখী মেলা হবেনা ভেবেই বেশীর ভাগ দোকানদার বৈশাখী পোষাক ও শাড়ী দোকানে তোলেননি । যে সব দোকানে গত বছরের শাড়ী ও পোষাক রয়েছে সে সব দোকানে বৈশাখী কেনা-বেচা নেই । শনিবার সরকারের ঘোষিত লক ডাউনের মাঝেও পৌর শহরের কয়েকটি কাপড় মার্কেটে ঘুড়ে দেখা যায় দোকানদার, দোকান খুলে বসে থাকলেও ক্রেতা নেই । দু-একজন ক্রেতা আসলেও বৈশাখী শাড়ী-পোষাক কেনার আগ্রহ তাদের মাঝে নেই । পৌর শহরে জিএস সুপার মার্কেটে কয়েক জন ক্রেতার সাথে কথা হয়, তারা জানান পহেলা বৈশাখে নতুন পোষাক পরে বেড়ানোর ইচ্ছা থাকলেও রমজানের প্রথম দিন হওয়ায় এবং করোনা ভাইরাসের এই মহামারির সময়ে বাইরে বেড় হওয়ার ইচ্ছা নেই । তাই বৈশাখী পোষাক কেনা হয়নি । জি এস সুপার মার্কেটের দোকানদার রুবেল জানায় করোনার মহামারি আর পহেলা বৈশাখে প্রথম রমজান হওয়ায় বৈশাখী শাড়ী- পোষাকের বেচা-কেনা নেই । দোকান খুলে বসে আছি ক্রেতা নেই ।