উল্লাপাড়ায় বেতন পাচ্ছেন না ২২’শ সরকারি শিক্ষক কর্মচারী”
উল্লাপাড়া( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও উল্লাপাড়ায় এখনি পর্যন্ত প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ফ্যায়ার সার্ভিসের ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাননি। কবে নাগাদ এ বেতন পাবেন তাও নিশ্চিত করে বলতে পারছে না সংশ্লিষ্ট বিভাগগুলোর অফিস। এদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন প্রায় ১৭’শ জন। স্বাস্থ্য বিভাগের কর্মচারী আছেন ২২০ জন। কৃষি বিভাগের কর্মচারী রয়েছেন ২০০ জন এবং ফ্যায়ার সার্ভিসের কর্মীর সংখ্যা রয়েছে প্রায় ৩০ জন। আইবাস প্লাস প্লাস পদ্ধতিতে দ্রুত অর্থ ছাড়ের সুবিধা নিশ্চিত করতে গিয়ে এ জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ সমূহের প্রধানগণ। উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী জানান, বাজেটের অর্থ না পাওয়ায় তার উপজেলায় তিনি ১৭’শ প্রাথমিক শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন প্রদান করতে পারেননি। তবে এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। উল্লাপাড়া উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোঃ খিজির হোসেন প্রামানিক জানান, এ বছর সরকার বিভিন্ন স্থানে কর্মচারীদের বেতনের বাজেট বরাদ্দের অর্থ আইবাস প্লাস প্লাস ব্যবস্থায় প্রথম বারের মতো ছাড় করার উদ্দ্যোগ নেওয়ায় কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। ফলে সময়মতো অর্থ না পাওয়ায় কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। কবে নাগাদ এদের বেতন দেওয়া যাবে সেটাও নিশ্চিত করে তিনি বলতে পারেননি।