উল্লাপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতেশোকসভা ও দোয়া মাহফিল
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বিকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং সন্ধ্যায় উল্লাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীকোলা বাসস্ট্যান্ড এলাকায় পৌর বিএনপির উদ্যোগে আরও একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
দুটি দোয়া মাহফিলেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হেলাল সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মকুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাহবুব।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, আজমল হোসেন, খাজা মঈন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম মুক্তাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০২/০১/২০২৬
