উল্লাপাড়া

উল্লাপাড়ায় বৃদ্ধ শাহাজ আলীর মাথা গোজা ঠাই করে দিচ্ছে ইঞ্জিনিয়ার মাহবুবর রহমান

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

খোলা আকাশের নীচে আর রাত কাটাতে হবে না অসহায় বৃদ্ধ শাহাজ আলীর । তার একমাত্র সোলার বেড়ার ছাপড়া ঘরটি ২১ এপ্রিল রাতে লন্ডভন্ড করে দিয়েছিলো কালবৈশাখী ঝড় ।সেই থেকে সে খোলা আকাশের নীচে বসবাস করছিলো । তার ভাঙা লন্ডভন্ড ঘরটি নতুন করে তৈরিতে এগিয়ে এসেছেন উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবর রহমান ভুঁইয়া । সে দুস্থ শাহাজ আলীর বাড়িতে নতুন ঘর তৈরির উদ্যোগ নিয়েছেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামের বাসিন্দা শাহাজ আলী । ৯০ বছর বয়সী শাহাজ আলীর মাথা গোঁজার একমাত্র ঠাঁই একটি ছাপড়া ঘর । ওই ঘরেই সে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতো । গত ২১ এপ্রিল রাতের প্রবল কালবৈশাখী ঝড়ে উড়ে যায় তার ঘর । সহায় সম্বলহীন দিনমজুর শাহাজ আলী কয়েকদিন ধরে ভাঙ্গা ছাপড়া ঘরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলো । বিষয়টি নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয় । বিষয়টি উল্লাপাড়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান ভুইয়া নজরে আসে । সে শাহাজ আলীর ওই ভাঙ্গা ঘরের বর্তমান অবস্থা দেখে সেখানে নতুন একটি চারচালা টিনের ঘর তৈরি করে দেবার ঘোষনা দেন। এই ঘরের বেড়াও হবে টিনের। ২৫ এপ্রিল বিকেলেই এই ঘর তৈরির কাজ শুরু হয়েছে ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, পত্রিকায় প্রকাশিত শাহাজ আলীর ঘর উড়ে যাবার ওই প্রতিবেদনটি পড়ে তার খুব খারাপ লেগেছে। এজন্য তিনি সরকারি ও তার ব্যক্তিগত অর্থায়নে শাহাজ আলীর জন্য একটি নতুন ভালো ঘর তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে বৃদ্ধ শাহাজ আলীর সঙ্গে কথা বল্লে তিনি নতুন ঘর তৈরির কথা জানতে পেরে খুব আনন্দ পেয়েছেন বলে জানান। শাহাজ আলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।