উল্লাপাড়ায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সোমবার উল্লাপাড়ায় উপজেলা কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এ্যাসিয়েশনের ২০১৮ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সানফ্লাওয়ার স্কুল মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথি ছিলেন। সংগঠনের সভাপতি ও উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসান, বিশিষ্ট শিক্ষানুরাগী সালমা আক্তার জেসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম জি মাহমুদ ইজাদানী, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ, শিক্ষাবিদ ছাইদুর রহমান প্রমূখ । অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলেদেন অতিথি বৃন্দ।