উল্লাপাড়ায় বীর মুক্তিযুদ্ধের সংবর্ধনা দিলেন তানভীর ইমাম এমপি
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে “জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশ উন্নয়ন শীর্ষক ” আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ।
রবিবার বেলা ১০ টায় উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৬/০৩/২০২৩