উল্লাপাড়ায় বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে আইপিএস ও সোলার প্যানেল এর মুল্য বৃদ্ধি
উল্লাপাড়া প্রতিনিধিঃ
প্রচন্ড গরম ও তীব্র তাপদাহ তার উপর আবার বিদ্যুতের ঘনো ঘনো লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লাপাড়ার মানুষদের জনজীবন । আর এই বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বাজারে আইপিএস ও সোলার প্যানেল এর মুল্য প্রায় ৮শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা নিয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকা । সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর আওতায় উল্লাপাড়া উপজেলায় ২২ টি বিদ্যুৎ সরবরাহ ফিডার লাইন রয়েছে । ওই ২২ টি ফিডার লাইনে প্রতিদিন ২৪ ঘন্টায় প্রতি ফিডারে গড়ে ১২ বার লোডশেডিং দেওয়া হয় । এতে বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লাপাড়া উপজেলার মানুষদের জনজীবন । প্রচন্ড গরমে শিশু-বৃদ্ধা সহ নাকাল সর্বস্তরের মানুষ । এই প্রচন্ড গরম থেকে একটু স্বস্থি পাওয়ার জন্য বিদ্যুতের বিকল্প হিসেবে আইপিএস অথবা সোলার প্যানেল ক্রয়ের দিকে ঝুঁকছে মানুষ এবং তা ক্রয় করতে উপজেলা শহরের দোকানগুলোতে ভীর জমাচ্ছে । বিদ্যুতের লোডশেডিং আর গ্রাহকের ভীর দেখেই দোকানিরা আইপিএস এর মুল্য ২ হাজার টাকা ও সোলার প্যানো এর মুল্য ৮ শ টাকা করে বারিয়ে দিয়েছে ।
সোলার প্যানেল ক্রেতা আবু আলী জানায় ১০ দিন আগে যে মুল্য ছিলো বর্তমান বিদ্যুৎ সংকটের কারণে তা ৮ শত টাকা বেশী দরে বিক্রি করা হচ্ছে । আইপিএস ক্রেতা মোঃ নাজমুল হক জানান যে আইপিএস ৩৫ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে, তা এখন ৩৭ হাজার টাকা দরে বিক্রয় করা হচ্ছে ।
উল্লাপাড়ার আইপিএস ব্যবসায়ী আলামিন জানান প্রচন্ড গরম ও তীব্র তাপদাহ তার উপর বিদ্যুতের লাগাতার লোডশেডিংয়ের কারণে আইপিএস বিক্রি বেড়ে গেছে । বর্তমানে চাহিদার তুলনায় আমদানি কম থাকায় প্রতিটি আইপিএস এর মুল্য ২ হাজার থেকে ৩ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে ।
উল্লাপাড়ার সোলার প্যানেল ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম জানান প্রচন্ড গরমের সময় বিদ্যুৎ লোডশেডিং এর কারণে সোলার প্যানেলের চাহিদা বেড়ে গেছে এবং দামও বেড় প্রতি পিছ সোলার প্যানেল ৮ শত টাকা করে মুল্য বৃদ্ধি পেয়েছে ।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিম(কম) কৌশিক দেবনাথ জানান উল্লাপাড়া উপজেলায় প্রতিদিন গড়ে বিদ্যুতের চাহিদা ৩৫ মেগাওয়াট, সেখানে পাওয়া যাচ্ছে ১২ থেকে ১৮ মেগাওয়াট । গার্তি বিদ্যুৎ মিটাতে গিয়ে ২২ ফিডারে প্রতিদিন প্রতি ফিডারে ১২ বার করে বিদ্যুৎ লোডশেডিং দিতে হচ্ছে ।