উল্লাপাড়া

উল্লাপাড়ায় বাড়ির সিমানা ও জমিতে ড্রেন কাটা নিয়ে দু-গ্রুফে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুরসহ টাকা লুট

 

উল্লাপাড়াপ্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির সিমানা ও জমিতে ড্রেন কাটাকে কেন্দ্র করে দু-গ্রুফের মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘর ভাংচুর সহ প্রায় সাড়ে ১০ হাজার টাকা লুট করে নিয়েছে প্রতিপক্ষে । ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্দীপুর নদীর পুর্ব পাড়া । এ বিষয়ে মোঃ শাহ আলম বাদি হয়ে প্রতিপক্ষ মোঃ সেলিমকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় শুক্রবার রাতেই একটি মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে ও মামলার বাদি মোঃ শাহ আলম জানায় উল্লেখিত আসামী মোঃ সেলিমের বাড়ি একই গ্রামে পাশাপাশি হওয়ায় বাসত বাড়ি ও জমির ড্রেন কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলেয়া আসছে । এ বিষয় নিয়ে সেলিম ও তার লোকজন প্রাই নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে । শুক্রবার অনুমান ৬ টার দিকে সেলিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়া আমার বসত বাড়িতে প্রবেশ করে এবং আমার নবনির্মিত ঘরের ইটের ওয়াল ভাঙ্গিয়া ফেলে । আমরা তাতে বাধা দিতে গেলে আমাদেরকে বেদম বারপিট করে । এর এক ঘন্টা আগে বিকেল ৫ টার দিকে আমার চাচা মোঃ ছানোয়ার হোসেন উল্লাপাড়া বাজারে বেগুন, গাজর পিয়ারা ও বিলাতি বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে, পথি মধ্যে রামকান্দরপুর খেয়াঘাটের পূর্ব পাড়ে পৌছামাত্র সেলম গ্যাং ছানোয়ারকে ঘিরে ধরে এবং তাকে মারপিট করে গুরুতর আহত করে তার কাছ থেকে ১০ হাজার ৬০০টাকা নিয়ে যায় । আজ শনিবারো তারা ভাংচুর করেছে । এ বিষয়টি নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ( তদন্ত) মোঃ এনামুল হক জানান এ নিষয়ে অভিযোগ পেয়েছি । ঘটনা স্থলে আজ পুলিশ পাঠানো হয়েছে ।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৮/০২/২০২৩