উল্লাপাড়া

উল্লাপাড়ায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদ ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদগণের আত্মার মাকফেরাত কামনায় ২১ ফেব্রুয়ারী সারা দিন ব্যাপি বিনা মূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে ।

মঙ্গলবার উল্লাপাড়া হাসপাতাল আয়োজিত উল্লাপাড়া হাসপাতালে ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন এর চিকিৎসা কক্ষে এ চক্ষু শিবিরে সারা দিন ব্যাপি বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেন সোমালিয়ার হার্গেইসা ম্যানহল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ভিট্রিও রেটিনা সার্জন ডাঃ আহম্মেদ মোহাম্মদ ইউসুব, তার সহযোগিতায় ছেলেন উল্লাপাড়া হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন । চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিতিত্ব ছিলেন দেশ বরেণ্য গবেষক ও ইপিডিমিওলজিস্ট- মোঃ শামসাল ইসলাম, বিশেষ অতিথি বি. অপ্টোমেট্রিস্ট- সুমনা আলম ও ইপিডিমিওলজিস্ট- ফয়সাল আবদি শেরই ।

 

মোঃ আব্দুস ছাত্তার
ইল্লাপাড়া, সিরাজগঞ্জ

২১/০২/২০২৩