উল্লাপাড়া

উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জম্মবর্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের -১০১ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এর আগে একটি বর্ণাট্য র‍্যালি বের হয় । র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয় ।

এর পর উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীরয় ইমাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন, উপজেলা আওয়ামিলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ । অনুষ্ঠানে সংগিত পরিবেশন করেন শিল্পী অরুনধুতি বিশ্বাস, রেজোয়ান ও জবা ।