উল্লাপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের চুড়ান্ত পর্বের দুটি খেলা বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাওয়াক হাসপাতাল খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এ খেলার উদ্বোধন করেন। এ সময় উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, ক্রীড়া সংগঠক জাহিদুজ্জামান কাকন প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চুড়ান্ত পর্বে অংশ নেওয়া চর সাতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়ড়া বাঘলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়েছে। দিনের অপর খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ চুড়ান্ত পর্বের খেলায় অংশ নেয় বাঙ্গালা সরকারি প্রাথমিক বিদ্যালয় জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হাড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে । দুটি খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন জনাব তানভীর ইমাম এমপি ।