উল্লাপাড়ায় ফেয়ার প্রাইজের ৩২ বস্তা চাল জব্দ, ডিলারশীপ বাতিল ও অর্থদন্ড আদায়
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে ফেয়ার প্রাইজ ডিলারের বাড়ি থেকে ৩২ বস্তা চাউল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তার ডিলারশীপ বাতিল ও ১৫ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়েছে। উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফেয়ার প্রাইজের ডিলার মোঃ সিহাব উদ্দিন খাদ্য বিভাগের আওতায় প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রি না করে অসৎ উদ্দেশ্য তার বাড়িতে মজুদ রাখেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ওই ডিলারের বাড়ি থেকে ৩২ বস্তা চাউল জব্দ করা হয়েছে। তিনি খাদ্য বিভাগের আওতায় ১০টাকা কেজি দরে অসহায় মানুষদেরর কাছে চাউল বিক্রি করতেন। জব্দ করা চাউল তিনি বিতরন না করে বাড়িতে মজুদ করেন। গোপন সংবাদের ভিত্তিতে সেই চাউল জব্দ করা হয় । একই সাথে এ ঘটনায় তার ডিলারশীপ বাতিল করে ১৫ হাজার টাকা অর্থদন্ড করে তা আদায় করা হয়েছে।