উল্লাপাড়ায় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানার অভিযানে হাটিকুমরুলে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার (১২ মার্চ) ০১.৪৫ ঘটিকার সময় নারায়নগঞ্জগামী যাত্রীবাহী বাস রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৩-০৫০৬ মায়ামুগ্ধ সৈকত পরিবহন তল্লাশি করে ১৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী শামীম মিয়া(৩৫) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার শেরপুর গ্রামের হাবিবুর মিয়ার ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তাহার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।