উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। বসতবাড়ি ও মাঠে আগাম শীতকালীন শাকসবজির চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৩০ জন প্রান্তিক কৃষকের হাতে এ প্রনোদনা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। বসতবাড়িতে চাষের জন্য ২৩০ জন প্রান্তিক কৃষককে দেওয়া হয় বেগুন,পালংশাক,মটরশুটি,লাউ,মুলা,বাটিশাক। এবং ৪ শত কৃষককে মাঠে ২০ শতক জমিতে শাকসবজী চাষ করার জন্য দেওয়া হয়, লাউ,বেগুন,মিষ্টিকুমড়া,শসা, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা কৃষিবিদ সুবর্ণ ইয়াসমিন সুমি বলেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। এতে কৃষকেরা শাকসবজি চাষে আরও উৎসাহিত হবেন এবং স্থানীয়ভাবে সবজির উৎপাদন বাড়বে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও হবে আরও শক্তিশালী।
প্রণোদনা পাওয়া কৃষক মোসলেম উদ্দিন জানান, বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা আগাম শীতকালীন সবজি চাষের আগ্রহী হয়েছেন। এ সহায়তার ফলে উৎপাদিত ফসল বাজারজাত করে তারা আর্থিকভাবে লাভবান হবেন এবং ভোক্তারাও ন্যায্যমূল্যে তাজা সবজি পাবেন। কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে রবি মৌসুমে সবজি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
৩০/০৯/২০২৫