উল্লাপাড়ায় প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়ায় প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানসহ ৭ দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা চত্বরে মানবন্ধন ও সমাবেশ করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। এসময় শিক্ষক নেত্রীবৃন্দ তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমতিরি সভাপতি ফরিদ উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক ফিলিপস, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, রেজাউল কবির, সাংগঠনিক সম্পাদক এস.এম. আব্দুস সোবাহান, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, এম. এ. শাহীন সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আবু শাহীন রেজা।