উল্লাপাড়ায় প্রতিপক্ষের ফলার আঘাতে নিহত-১,আহত- ৩ গ্রেফতার-১
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি খাস পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফলার আঘাতে শাহ আলম (৩২) নামে ১ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবাসহ আহত হয়েছেন আরও তিন জন।
সোমবার রাতে উপজেলার সলপ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনার পর পরই খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে নুরনবী(৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । এ ঘটনায় আহতরা হলেন- গোপীনাথপুর গ্রামের আব্দুল জব্বার, আব্দুর রহমান ও মাসুদ। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের চাচাতো ভাই আব্দুল আলীম জানান, একটি খাস পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে সকালে শাহ আলমের সঙ্গে একই গ্রামের আলী সাহার কথা কাটাকাটি হয়। সোমবার দিবাগত রাত বাজারের দিকে যাওয়ার পথে শাহ আলমের ওপর হামলা চালায় আলী সাহা ও তার লোকজন। এ সময় শাহ আলমের বাবা আব্দুল জব্বারসহ স্বজনেরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এক পর্যায়ে আলী সাহার লোকজন ধারালো ফলা দিয়ে শাহ আলমের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ আসলাম হোসেন জানান ঘটনার পর খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে নুরনবী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । মামলা প্রকৃয়াধিন রয়েছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে ।