উল্লাপাড়ায় পশুর হাট জমে উঠেছে, তানভীর ইমাম এমপির হাট পরিদর্শন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার সবচেয়ে বড় গ্যাস লাইন পশুর হাট বেশ জমে উঠেছে । হাটে বিপুল সংখ্যক দেশিয় জাতের গরু কেনা বেচা হয়েছে । বিভিন্ন এলাকা থেকে পাইকারী গরু ব্যবসায়ীরাও হাটটিতে এসেছেন। বিকেলে হাট পরিদর্শন করেন সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য জনাব তানভীর ইমাম । বিকেল চারটা থেকে সবচেয়ে বেশি গরু বেচাকেনা দেখা গেছে । মাঝারি ও ছোট সাইজের গরু বিক্রয় হয়েছে বেশি বলে হাট কমিটি জানায় । হাট মালিক কর্তৃপক্ষের আশা, শেষ বিকেল থেকে কেনা বেচা আরো জমবে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বিকেলে হাটটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম,উপজেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন হিরু, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।