উল্লাপাড়ায় নারায়ণগঞ্জ থেকে আসা করোনা সন্দেহে ৫ জনের নমুনা সংগ্রহ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার ০৮/০৪/২০২০
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারায়ণগঞ্জ থেকে আসা এক পরিবারের ৫ জন কে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এরা হলেন উপজেলার বড়হর দক্ষিণপাড়া মহল্লার জিল্লার সরকারের ছেলে কেরামত আলী (৪০) তার স্ত্রী হাচিনা খাতুন (৩২), কেরামতের সন্তান কেয়া আক্তার (১২),রিয়া আক্তার (০৯),শাহাদাৎ হোসেন (১৬)। এরা স্বামীস্ত্রী ও সন্তান মিলে একটি গার্মেন্টসে কর্মরত ছিলে। গার্মেন্টস বন্ধ হওয়াতে করোনা ঝুকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসে এরপর করোনা সন্দেহে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানায়।
বুধবার বেলা ১১ টায় ডা. জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ সদস্যের মেডিকেল টিম হোম কোয়ারান্টাইনে থাকা সকলের নমুনা সংগ্রহ করে। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান করোনা ভাইরাস সন্দেহে কোয়ারান্টাইনে থাকা সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হবে এরপর জানা যাবে করোনা ভাইরাস আক্রান্ত কিনা