উল্লাপাড়ায় নতুন প্রজম্মের উদ্যোগে ৯ বীর মুক্তিযোদ্ধার স্বরণে স্মৃতিস্তম্ভ নির্মান হচ্ছে
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ
সিরাজগঞ্জর উল্লাপাড়ায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে ধরে রাখার জন্য ৯ জন বীর মুক্তিযাদ্ধার স্বরণে তাদের জন্মভূমি কানসানা গ্রামে মহান মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে । গ্রামটির নতুন প্রজন্মের উদ্যোগে এর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে । উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা গ্রামটি অসাম্প্রদায়িক চেতনা আর মুক্ত মনের লেখক, সাংবাদিক, কবি ও শিক্ষানুরাগীদের বসবাস পূর্বপুরুষ থেকেই পরিচিতি পেয়ে আসছে । আর এজন্য চারণ সাংবাদিক ও কলামিস্ট মোনাজাদ উদ্দিন ১৯৮৬ সালে এ গ্রামে বেড়াতে এসে তিনি গ্রামের মানুষদের অকৃতিম ভালোবাসায় মনোমুগ্ধ হয়ে তিনি ওই গ্রামের মানুষদের জীবন ও জীবিকার উপর সংবাদপত্রে ২৬ পর্বের সিরিজ প্রতিবেদন প্রকাশ করেন । ওই ২৬ পর্বের সিরিজ প্রতিবেদন গুলো একত্রীত করে পরবর্তীতে “কানসোনার মুখ” নামে একটি বই প্রকাশ করেন । এ গ্রামের ৯ জন যুবক একাত্তুরের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন ।
তাঁরা হলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা মলয় ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মিটু ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খোকন । এদের মধ্যে আব্দুর রাজ্জাক ও আসাদুজ্জামান খোকন মারা গেছেন । কানসোনা গ্রামের নতুন প্রজন্মের উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হচ্ছে । এর জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের ইংরাজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান এ কমিটির আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধাদের একজন করে সন্তান কমিটির সদস্য রয়েছেন । কানসোনা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন উল্লাপাড়া-বেলকুচি পাকা সড়কের ধারে ৫ শতক ভুমির উপর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভটি নির্মান করা হচ্ছে । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্র্য বিভাগের অধ্যাপক কনক কুমার পাঠক এ স্মৃতিস্তম্ভটির নকশা করেছেন । এটি নির্মাণে এ পর্যন্ত প্রায় এগারো লাখ টাকা ব্যয় করা হয়েছে । এ অর্থ সিরাজগঞ্জ জেলা পরিষদ ও উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদ থেকে অর্থ বরাদ্দ দিয়েছে । এছাড়াও গ্রামের বীর মুক্তিযোদ্ধাগণ অর্থের যোগান দিয়েছেন ।
কানসোনা গ্রামের সন্তান সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান কানসোনা গ্রামে মহান মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ অবশ্যই প্রশংসনীয় এবং গর্বের বিষয় । নতুন প্রজন্মের উদ্যোগ আগামী প্রজন্মের পর প্রজন্মের কাছে গরব ও বীরত্বগাঁথা মহান মুক্তিযুদ্ধ স্বরণীয় ও জাগ্রত ইতিহাস হয়ে থাকবে ।
তিনি জানান মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাশ্বেই মুক্তিযুদ্ধ জাদুঘর সংগ্রহশালা নির্মান করা হবে । এ সংগ্রহশালায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাঙালীর ইতিহাস, ঐতিহ্য সহ নানা ধরনের বই থাকবে । মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সহ সব মিলিয়ে নির্মাণ ব্যয় প্রায় বিশ লাখ টাকা হবে ।
তিনি আরো বলেন, এ নতুন প্রজন্মের আরো একটি উদ্যোগ কানসোনা গ্রামের কবরস্থানে গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর সমাহিত করার জন্য মুক্তিযোদ্ধা কর্ণার হিসাবে জায়গা চিহ্নিত করা হয়েছে । ইতিমধ্যেই এ কর্ণারে বীর মুক্তিযাদ্ধা আসাদুজ্জামান খোকনকে সমাহিত করা হয়েছে ।