উল্লাপাড়া

উল্লাপাড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

উল্লাপাড়া প্রতিনিধিঃ

উল্লাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকাল ১০ টায় উল্লাপাড়া উপজেলার বিআরডিবি মিলনায়তনে মাহে রমজানের পবিত্রতা, বাজার সিন্ডিকেট দুর্নীতি রোধ, সমাজ হিতৈষীদের সম্মাননা বিতরণ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিরাজগন্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট জনাব তমাল হোসেন, এএসপি উল্লাপাড়া সার্কেল জনাব অমৃত সুত্রধর, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ শামীম হাসান, পেশ ইমাম মাওলানা আব্দুল হাকিম,এইচ টি ইমাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবু জাফর, দুপ্রক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বাবলু ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুপ্রক সভাপতি ( ভারপ্রাপ্ত ) জনাব মোঃ মমতাজ হাসান রিটু ।
এ ছারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুধী, ইমাম,বিভিন্ন অফিসার, ব্যবসায়ী,শিক্ষক -শিক্ষার্থী,স্কাউট, গার্লস গাইডসহ অন্যান্যরা।
সম্মাননা প্রদান করা হয় সামাজিক কাজে অন্যন্য অবদানের জন্য চিত্রপুরীর কৃষিচিত্র পরিচালক জনাব র, ই, মানিক, করোনাকালিন স্বাস্থ্যসেবায় অবদানের জন্য ডাঃ আলামিন হোসেন, করোনাকালিন লাশ দাফনের স্বীকৃতিতে সোহেল, মামুন সহ সাত জনকে ও
সফল ইমাম এর স্বীকৃতি সম্মাননা দেওয়া হয় মাওলানা মোঃ রুহুল আমিনকে।