উল্লাপাড়ায় দু’টি লাশ উদ্ধার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের ডালের সাথে ও বসত ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় দুটি লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।
শনিবার সকালে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ফলিয়া গ্রামের আব্দুল জলিলের মানষিক ভারসাম্যহীন ছেলে শাহাবুদ্দিন(২৭)কে গাছের ডালের সাথে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় এবং উল্লাপাড়া সদর ইউনিয়নের বাখুয়া গ্রামের আকবর আলীর মেয়ে দু’সন্তানের জননী শিমু খাতুন(২৭)কে বসত ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে । এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় দু’টি ইউডি মামলা দায়ের হয়েছে ।
এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রবিউল ইসলাম জানান লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৫/০২/২০২৪