উল্লাপাড়ায় দুই পরিবারে ৬ প্রতিবন্ধী অর্থ অভাবে চিকিৎসা নিতে পারছেনা মিঠু
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই পরিবারে ১১ সদস্যের মধ্যে ২ জন দৃষ্টি ও ৪ জন শারীরিক প্রতিবন্ধী । এদের মধ্যে ২ জন ১০ বছর বয়সের পর দৃষ্টি প্রতিবন্ধী হয়েছে এবং ৪ জন প্রতিবন্ধী অবস্থায় জম্ম গ্রহন করেছেন ।
এরা হলেন উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের গাড়লগাঁতী গ্রামের মোঃ হোসেন আলীর দৃষ্টি প্রতিবন্ধী ২ ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩০), ও মোঃ মিঠু মিয়া(২৫) এবং উল্লাপাড়া সদর ইউনিয়নের বাখুয়া গ্রমের শারীরিক প্রতিবন্ধী মোঃ মহির উদ্দিন(৪৭), তার দুই সন্তান শারীরিক প্রতিবন্ধী মোছাঃ মরিয়ম খাতুন(১৬), মোঃ শরিফুল ইসলাম (১৪) এবং পিতা মোঃ ছুরমান উদ্দিন(৬৫) ।মিঠু নামের ওই দৃষ্টি প্রতিবন্ধী অর্থের অভাবে চোক্ষের চিকিৎসা করাতে পারছে না ।
উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের গাড়লগাঁতী গ্রামের অটো ভ্যান চালক মোঃ হোসেন আলী জানান তার বড় ছেলে মনিরুল ইসলামের যখন ৬ বছর বয়স তখন থেকে সে দৃষ্টি শক্তি হারাতে থাকে । প্রথমে আমরা বুঝতে পারিনি । যখন বুঝতে পারলাম তখন চক্ষু ডাক্তারের কাছে চিকিৎসা শরু করলাম । দীর্ঘ ১০ বছর চিকিৎসা করার পর ডাক্তার বলে দিলো এ চোখ আর কখনো ভালো হবে না । বড় ছেলে অন্ধ হয়ে গেলো । এর মাঝেই আবার ৫ম শ্রেণীতে পড়া অবস্থায় মেজো ছেলে মিঠু দৃষ্টি শক্তি হারাতে থাকে । অনেক চিকিৎসা করার পরও দৃষ্টি শক্তি ফেরেনি । আবছা আবছা একটু দেখে । ডাক্তার বলেছে তার চোখ ভালো করতে অনেক টাকা লাগবে কিন্তু সেই টাকা জোগার করা আমার মতো গরিব ভ্যান চালকের পক্ষে সম্ভব নয় । যে টুকু জায়গা জমি ছিলো তা বিক্র করে বড় ছেলেকে চিকিৎসা করায়ে শেষ করেছি । আর মাত্র ৫ ডেসিমাল বসত বাড়ি ছারা আর কিছু নেই । সাড়াদিন অটো ভ্যান চালাইয়া যা কামাই হয় তাই দিয়ে সংসার চলে । ছেলেদের চিকিৎসার টাকা হয় না । বড় ছেলে একদম অন্ধ হয়ে গেছে । মেজো জন যা বা একটু আবছা আবছা দেখত তাও আবার অর্থের অভাবে চোক্ষের চিকিৎসা করাতে পারছি না । সেও সম্পুর্নরুপে দৃষ্টি শক্তি হারাতে বসেছে । সরকার অথবা কোনো সংস্থা তার মেজো ছেলের চিকিৎসার দায়ীত্ব নিলে হয়তো আমার ছেলে মিঠু দৃষ্টি শক্তি ফিরে পেতো ।
সরেজমিনে উল্লাপাড়া উপজেলার বাখুয়া গ্রামে গিয়ে দেখা যায়, কাচা সড়কের পাশে মহির উদ্দিনের বসতবাড়ি। প্রায় আঠারো বছর আগে মহির উদ্দিনের সাথে লাইলী খাতুনের বিয়ে হয় । গৃহবধু লাইলী খাতুন বলেন, তার গর্ভে জন্ম নেওয়া সন্তান দুজনই জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী । শারীরিক প্রতিবন্ধী স্বামী, দুই সন্তান ও প্রতিবন্ধী শশুর ছুরমান উদ্দিনকে নিয়ে তার গরিব এ সংসারে খুব কষ্টে দিনাতিপাত করছেন । কষ্টের এই সংসারে তিনি দুই প্রতিবন্ধী সন্তানকে লেখা- পড়া করায়ে শিক্ষিত করতে চান কিন্তু অভাবের সংসারে তা পেরে উঠছে না । বাড়ির বসত ভিটে ছাড়া মাঠে কোনো জমাজমি নেই । তার প্রতিবন্ধী স্বামী মহির উদ্দিন অনেক কষ্টে অটো ভ্যান চালিয়ে যা রোজগার করে এবং শশুর ছুরমান উদ্দিন এর গ্রামের ছোট মদির দোকান থেকে যা আয় হয় তা দিয়েই এই ৬ জনের সংসার খুব কষ্টে চলে ।
তিনি আরো বলেন, সন্তান দুজনকে লেখাপড়া করাচ্ছেন। এলাকার প্রাথমিক বিদ্যালয়ে দুজনে তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করছে। প্রতিবন্ধী সন্তান দুজনের জন্য আলাদা হুইল চেয়ার আছে। বাড়ীতে ভাই বোন দুজন হুইল চেয়ারে বসে সময় পার করে এবং মায়ের ও তাদের দাদীমার সাহায্যে চলাচল করে থাকে। গৃহবধু লাইলী খাতুন দুজনকে হুইল চেয়ারে বসিয়ে লেখাপড়ায় বিদ্যালয়ে নেওয়া আনা করেন। প্রতিবন্ধী চার জনই সরকারী ভাতার টাকা পায়। বিভিন্ন সময়ে স্বামী ও সন্তানদের চিকিৎসায় টাকা খরচ করতে হয়।
লাইলী খাতুন বলেন, সংসারের অভাবের মাঝেও পড়ালেখা শিখিয়ে সন্তান দুজনকে শিক্ষিত করতে চান। সংসারের আয় বাড়াতে গরু লালন পালন করতে চান কিন্তু গরু কেনার টাকা তাদের নেই । তিনি জানান সরকার অথবা কোনো সাহায্য সংস্থা, ব্যক্তি গত ভাবে নগদ টাকা দিলে বা গরু কিনে দেওয়া কিংবা পুজি দিয়ে দোকান করে দিলে নেবেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন বলেন দৃষ্টি শক্তি হারাতে বসা মিঠুর জন্য কিছু করা যাকি না এবং শারীরিক প্রতিবন্ধী পরিবারটির সংসারের আয় বাড়াতে গরু লালন পালনে কিংবা কম পুজির অন্য কোনো ব্যবসায় সহযোগিতা করার চেষ্টা করা হবে ?
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২১/১১/২০২৩