উল্লাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামের সংঘর্ষে দোকানপাটে আগুন, ভাংচুর আহত অন্তত ১২
আজিজুর রহমান, মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু”গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় দোকানপাট ও খড়ের গাদায় আগুন ও ভাংচুরের ঘটনা হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার বোয়ালিয়া বাজারে পাগলা ও কুমারগাঁতী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতরা হলেন পাগলা গ্রামের মানিক (২৫), রাশেল (২৬), শাহিন আলম (২২), হুমায়ন আহমেদ (২২), জিহাদ (১৬), অনিক (১৬), রানা (১৬), শাহিন (২২), কুমারগাঁতী গ্রামের বরাদ আলী (৪০), আলম (৩৬), সিয়াম (২০) ও গোলাম (৩৫) বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু জানান, মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমারগাঁতী ও পাগলা গ্রামের যুবকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। উভয়পক্ষের মুরুব্বীদের হস্তক্ষেপে সংঘর্ষ নিরসন হয়। বিষয়টি নিয়ে আজ বিকেলে শালিসী বৈঠকের কথা ছিল। বুধবার সকালে আবারও উভয়পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে ২০ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বলেন, সকালে দু গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ উস্কে দিতে কয়েকটি খড়ের গাদায় আগুন দেয় দূর্বৃত্তরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।