উল্লাপাড়া

উল্লাপাড়ায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন শীত বস্ত্র দোকানে উপচে পড়া ভীড়

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপর দিয়ে বইছে উত্তর থেকে আসা মৃদু শৈতপ্রবাহ । কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন । শীতের তীব্রতায় শীত বস্ত্র কিনতে দোকানে উপচে পড়া ভীর পড়েছে । প্রতিটি শীতবস্ত্র কিনতে হচ্ছে ২থেকে ৩ শত টাকা বেশী দিয়ে বলে অভিযোগ উঠেছে ।

গত ৭ দিন ধরে উত্তরের মৃদু হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশায় উল্লাপাড়ার ছিন্নমুল ও অল্প আয়ের মানুষ গুলো পড়েছে বিপাকে । শীতবস্ত্র অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের । অল্প আয়ের মানুষগুোল কাজের সন্ধানে বের হলেও তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশায় কাজ করতে পারছে না তারা ।
শীতবস্ত্র কিনতে গেলেও তাতেও চড়া দাম দিয়ে কিনতে হচ্ছে ।
উপজেলার হাট- বাজারগুলো ঘুরে দেখা যায় শীত বস্ত্র দোকানগুলোতে উপচে পড়া ভীর । শীতবস্ত্র যেটাই কিনতে চায় সেটাই ২ থেকে ৩ শত টাকা বেশী দিয়ে কিনতে হচ্ছে । মধ্যবৃত্ত্বরা কিনতে পারলেও নিম্ন আয়ের মানুষদের ক্রয় করা কঠিন হয়ে পরেছে ।
ইতি মধ্যে সরকাীভাবে উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোর মাধ্যমে ৬ হাজা ৮ শত ৬৮ পিছ কম্বল গ্রামের অসহায় দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হলেও তা জনসংখ্যার তুলনায় অপ্রতুল ।

শীতবস্ত্র কিনতে আসা দিন মজুর আব্দুল আলিম জানান অল্প শীতের সময় যে কম্বল ৫ শত টাকা ছিলো, তা এখন বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ টাকায় যা আমদের মতো দিন মজুরদের ক্রয় করা কঠিন হয়ে পরেছে । সরকারীভাবে কম্বল দিলেও তা স্বল্পতার কারণে আমার মতো অনেকেই পায়নি ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ