উল্লাপাড়ায় তিনদিন ব্যাপী পাটচাষী প্রশিক্ষণ সম্পন্ন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
“সোনালী আশ সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ “-এ শ্লােগান নিয়ে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলায় তিন ব্যাচে তিনদিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ উপজেলা পরিষদের হলরুমে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭জুন) ওই প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুল হক। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, জেলা পাট প্রশিক্ষণ কর্মকর্তা এস,এম সহীদ নূর আকবর, জেলা পাটউন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান প্রমুখ। এছাড়াও উল্লাপাড়া বস্ত্র ও পাট অফিসের কর্মকর্তারা উপস্হিত ছিলেন। তিন ব্যাপী প্রশিক্ষনে প্রায় শতাধিক প্রান্তিক পাট চাষীরা অংশ নেন ।