উল্লাপাড়ায় ট্রেন দূর্ঘটনায় নিহত নববধুর স্বজনদের এমপির আর্থিক সহযোগীতা প্রদান
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়ায় ট্রেন ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত নববধু সুমাইয়া ও তার ভাবি মমতার স্বজনদের প্রতি সমবেদনা ও আর্থিক সহযোগীতা দিতে উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম বৃহস্পতিবার উল্লাপাড়ার পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছগ্রামের সুমাইয়া ও মমতার বাড়িতে গিয়ে তাদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন। পরে সুমাইয়ার মা হাফিজা খাতুন ও মমতার স্বামী আশরাফ আলীর হাতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিল।
উল্লেখ্য, গত ১৫ জুলাই সুমাইয়ার বিয়ের অনুষ্ঠান শেষে শ্বশুর বাড়ি যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উল্লাপাড়ার সলপ রেল ষ্টেশনের সন্নিকটে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে বর রাজন, নববধু সুমাইয়া ও তার ভাবী মমতা সহ ১১ জন নিহত হয়।