উল্লাপাড়ায় ঝুকিপূর্ণ শ্রেণী কক্ষে শিশু শিক্ষার্থীদের পাঠ দান
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
ধ্বংসের দ্বারপ্রান্তে দাড়িয়ে আছে উপজেলার রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী কক্ষ । ওই ঝুকিপর্ণ শ্রেণী কক্ষে শিশু শিক্ষার্থীদের পাঠ দান দেওয়া হচ্ছে । এতে প্রাণ নাশের দাড় প্রান্তে দাড়িয়ে আছে বিদ্যালয়ের ৫০ জন শিশু শিক্ষার্থী ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ওই বিদ্যালয়টি ১৮৯৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় । প্রাচীন ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে এখন ছাত্র সংখ্যা প্রায় দুইশত । এলাকাবাসীর প্রচেষ্টায় ১৯৯২-১৯৯৩ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে ৩ শ্রেণিকক্ষ বিশিষ্ট একটি একতলা ভবন নিমার্ণ করা হয় । ওই কক্ষে শিক্ষার্থীদের স্থান সংকুলান না হওয়ায় স্কুল কর্তৃপক্ষকে নিরুপায় হয়ে পুড়ানো ওই ঝুকিপূর্ণ শ্রেণী কক্ষেই শিশু শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে।
এ গৃহের বারান্দার টিনগুলো ভেঙ্গে পড়ছে। চালের টিনগুলো ঝং ধরে খসে পরছে । জানালা দরজা সবই চুরি হয়ে গেছে । ঘরের বেড়াগুলোর নিচের অংশ ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। কাঠের পাইর- বাঠামে ঘুন ধরে ধ্বংসের দ্বারপ্রান্তে । যেকোন সময় অল্প বাতাসে বা ভারি বৃষ্টিতে ঘরটি ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অথচ জীবনের চরম ঝুঁকি নিয়ে ওই ঝুকিপূর্ণ ঘরের মেঝেতে ৫০ জন শিশু শিক্ষার্থীদের প্রতিদিন কয়েক ঘন্টা বসিয়ে পাঠদান করছেন স্কুল কতৃপক্ষ ।
রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফুয়ারা খাতুন জানান, প্রথম শিপ্টে ১তলা ভবনের ৩টি কক্ষে ১ম, ২য় ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদেরকে বসানো হয় । ক্লাসরুম আর না থাকায় নিরুপায় হয়ে শিশু শ্রেণির ক্লাস পরিত্যক্ত ঘোষিত ভাঙ্গা পুড়ানো টিনের ঘরে ক্লাস নিতে হচ্ছে । বৃষ্টির দিনে চাল দিয়ে পানি পড়ে । ফলে শিক্ষার্থীদেরকে অনেকটা ভিজেই ক্লাস করতে হয় । বিষয়টি তারা উপজেলা শিক্ষা অফিসকে কয়েক দফা অবহিত করেছেন। শিক্ষা অফিস থেকে এখানে আরেকটি পাকা ভবন নিমার্ণেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু ভবনটি এখন পর্যন্ত নিমার্ণের উদ্যোগ নেওয়া হয়নি। আর একই কারণে ঝুঁকি নিয়ে শিশু শিক্ষার্থীদেরকে ভাঙ্গা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাস করতে হচ্ছে ।
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরো একটি পাকা ভবন নিমার্ণের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠিয়ে শিক্ষা অফিসের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রনালয় থেকে ভবন বরাদ্দ না হওয়ায় তারা ওই স্কুলের শ্রেণি সংকট সমাধান করতে পারছেন না। নতুন ভবন না হওয়া পর্যন্ত এখানে শিশু শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ভাঙ্গা ঘরে পাঠগ্রহনের সমস্যা সমাধানের জন্য জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা শিক্ষা অফিস বলে উল্লেখ করেন শিক্ষা কর্মকর্তা।