উল্লাপাড়া

উল্লাপাড়ায় ঝড়ে ভেঙেছে বসতঘর, হতাশায় বেহুস শাহীনা

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে গরীব বিধবা শাহীনা খাতুনের বসত ঘর । তার ভিটায় এখন ঘর শুন্য হওয়ায় হতাশায় বেহুস হয়ে পড়েছে শাহীনা খাতুন । ১৪ বছর বয়সী একমাত্র ছেলে শাহিনকে নিয়ে বসবাস করতো ওই ভিটায় । কিভাবে ঘর তুলবেন ভিটায়, সে নিয়েই এখন দুসঃচিন্তায় ।

রবিবার সন্ধ্যায় দুই দফা কালবৈশাখী ঝড়ে উপজেলার বঙ্গালা ইউনিয়নের কৈগাঁতী চরপাড়া গ্রামের মৃত্যু নুর ইসলামের স্ত্রী বিধবা শাহীনা খাতুনের একমাত্র বসত ঘরটি ভেঙে লন্ডভন্ড হয়ে যায । পরের বাড়িতে কাজ করে এবং অন্যের সহযোগিতায় নিজের আর ছেলের শাহিনের পেটের খাবার যোগায় । ভেঙে পড়া ঘরের টিন গুছিয়ে রাখছে ছেলে শাহিন । ভিটায় ঘর উঠাবেন কিভাবে তাই হতাশা ও চিন্তিত হয়ে ভিটার উপর বসে আছে শাহীনা খাতুন ।