উল্লাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাট্য র্যালি ও আলোচনা সভা
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
মৎস্য চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ । এ স্লোগানকে সামনে রেখ বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উম্মুক্ত জলাশয়ে মাছ ছেড়ে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর শুভো উদ্বোধন করলেন সিরাজগঞ্জের -৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম । এর পর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাট্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাট্য র্যালি বের হয় । র্যালিটি উল্লাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্ত্বরে এসে শেষ হয় ।
পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৪(উল্লাপাঠা-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ । সভা শেষে শ্রেষ্ঠ ৭ জন মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।