উল্লাপাড়ায় ছিন্নমূল মানিষদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি শফিকুল ইসলাম
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছিন্নমূল অসহায় দুঃস্থ মানুষদের মাঝে প্রায় ৫ শত পিচ কম্বল বিতরণ করলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি ।
শুক্রবার বাদ এশার উল্লাপাড়া পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড, মুক্তমঞ্চের সামনে, গুলিস্থান, শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড সহ বিভিন্ন রাস্তার ধারে শুয়ে থাকা ছিন্নমূল মানুষদেরকে শিত নিবারনের জন্য একটি করে কম্বল দেন তাদের হাতে । এ ছাড়াও তিনি রিক্সা চালক সহ রাস্তার পাশে বসা ছোট ছোট চা-পান বিক্রেতাদের মাঝেও এ কম্বল বিতরণ করেন ।
কম্বল পেয়ে ছিন্নমূল মানুষ গুলো বেজায় খুশি । কম্বল পেয়ে তারা দুহাত তুলে এমপি সাহেবের জন্য আল্লাহ্ এর কাছে দোয়া করেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাহবুব সারোয়ার বকুল, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আ’লীগ নেতা মোঃ নবী নেওয়াজ খাঁন বিনু, এমবি জাহিঙ্গীর আলম বাঁশী, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলিমুজ্জামান অলক, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন সহ আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৯/০১/২০২৪