উল্লাপাড়ায় ছিন্নমূল অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছিন্নমূল শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে প্রায় ৫ শত পিচ কম্বল বিতরণ করলেন কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল ।
শনিবার বিকেল সাড়ে তিন টায় উল্লাপাড়ার এইচ টি ইমাম পৌর উম্মুক্ত মঞ্চে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ উল্লাপাড়া উপজেলা শাখা ও পৌর শাখার সার্বিক তত্বাবধানে বিভিন্ন এলাকা থেকে আগত ছিন্নমুল শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে একটি করে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছা সেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল ।
এর আগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি উল্লাপাড়া উপজেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ মোবারক হেসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছা সেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ।
এছাড়াও শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা মোঃ আকমাল হোসেন, উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি মোঃ আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব, উপজেলা আওয়ামিলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আহসান আলী সরকার, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলিমুজ্জামান অলক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ লাভলী পারভীন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ সপন ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম আশিক ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৩/০২/২০২৪