উল্লাপাড়ায় ছিনতাইয়ের ঘটনায় বাদাম বিক্রেতার মৃত্যু, এক ছিনতাইকারী গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিষাক্ত ট্যাবলেট খাওয়ায়ে এক বাদাম বিক্রেতার কাছ থেকে ২৮ হাজার টাকা ছিনতাই । ঘটনার ১৬ ঘন্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদাম বিক্রেতা রজব আলীর(৩২) মৃত্যু হয় । সে উল্লাপাড়া সদর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মোঃ হানেফ আলীর ছেলে ।
এ ব্যাপারে মৃত রজব আলীর বড় ভাই মোঃ রমজান আলী(৪০)বাদী হেয়ে মোঃ আব্দুল আজিজসহ অজ্ঞাত নামা আরো ৩ জন উল্লেখ করে মঙ্গলবার রাতে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
থানায় মামলা সুত্রে জানা যায় গত ৯ জানুয়ারী রাত ১১ টার দিকে হাটে বাদাম বিক্রি করে বাড়ি ফেরার পথে দড়িপাড়া গ্রামের মোঃ আব্দুর রহিম মেম্বরে বাড়ির খোলায় রজব আলী পৌছালে আসামী মোঃ আব্দুল আজিজ, রজব আলীকে পার্শ্ববর্তী মোঃ আব্দুল মতিন সরকারের বাঁশ ঝারে ডেকে নিয়ে যায় । সেখানে পুর্ব থেকেই থাকা ৩ জন অজ্ঞাতনামা আসামী জোরপূর্বক একটি বিষাক্ত ট্যাবলেট খাওয়ায়ে তার জ্যাকেটের পকেটে থাকা ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয় । পরে রজব আলী চিৎকার দিয়ে বাড়িতে এসে পরে অজ্ঞান হয়ে যায় । তাকে উদ্ধার করে উল্লাপাড়া বিশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে বলে । সেখান থেকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে জ্ঞান ফিরলে উপরোক্ত কথাগুলো মামলার বাদি ও স্বক্ষিগনের কাছে বলেন রজব আলী । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ জানুয়ারী বিকেল ০৩ টা ৪০ মিনিটে মারা যায় । এ ব্যাপারে মৃত রজব আলীর বড় ভাই মোঃ রমজান আলী(৪০) বাদী হয়ে মঙ্গলবার রাতে অজ্ঞাত নামা ৩ জন সহ মোঃ আব্দুল আজিজকে ১ নম্বর আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে । পুলিশ রাতেই আসামী মোঃ আব্দুল আজিজকে গ্রেফতার করেছে ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান মামলা হওয়ার পর আসামী আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে । আর কেউ আজিজের সাথে ছিলো কিনা তদন্তের পর তা জানা যাবে এবং ব্যবস্থা নেওয়া হবে ? লাশের ময়না তদন্তের শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ