উল্লাপাড়ায় চোলাই মদসহ ৫ ব্যবসায়ী আটক
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫১ লিটার চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে উল্লাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ মদ ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন শাহজাদপুর উপজেলার স্বরুপপুর গ্রামের সাখাওয়াত হোসেন (৫৪),বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের রুবেল হোসেন (২৭),সেরাজুল ইসলাম (৩০),জিদুরী গ্রামের সোহেল রানা (২৮) । উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান গ্রেফতারকৃতদের নামে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।