উল্লাপাড়ায় চোলাই মদসহ ১ ব্যবসায়ী গ্রেফতার।
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতকান্দী এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সে ওই উপজেলার বেতকান্দী দক্ষিণপাড়া গ্রামের মৃত আকবর সরকারের ছেলে সন্টু সরকার (৫৫)। সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ লিটার দেশীয় মদ, ১টি মোবাইল সেট ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসায় জড়িত। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।