উল্লাপাড়ায় চলমান শৈত্যপ্রবাহে মৌ খামারিরা বিপাকে-মধু উৎপাদন কম হওয়ার আশংকা
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকে ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলমান শৈত্যপ্রবাহ, তীব্র শীত, ঘণ কুয়াশায় মৌ খামারিরা বিপাকে । এ সময় মৌমাছি বাক্স হতে বের হয় না । এমন অবস্থা দীর্ঘ সময় অব্যাহত থাকলে মধু সংগ্রহ বাঁধাগ্রস্থ সহ মৌমাছি মারা যতে পারে। এতে ব্যাপক হারে মৌ খামারিদের ক্ষতির সম্ভবনা রয়েছে । দু-এক দিনের মধ্যে আবহাওয়া সাভাবিক হলে এ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে খামারিরা ।
শীতের তীব্রতায় মৌ খামার গুলোয় মধু উৎপাদন কম হওয়ার আশংকা করা হচ্ছে । মৌ-খামারীরা মৌমাছি নিয়ে এখন সতর্ক অবস্থায় রয়েছে । শীতের তীব্রতায় মৌমাছির মূত্যু ঝুকি বেশি বলে জানায় খামারিরা । উল্লাপাড়ায় এবারে সরিষা ফুলের মধু সংগ্রহে ৮০টি মৌ খামার সরিষার মাঠে বসেছে । উপজেলার বিভিন্ন এলাকার মাঠে সরিষা ফসলের চাষ হয়েছে । ওই সব মাঠে সরিষার মধু সংগ্রহে মৌমাছির খামার বসেছে । ৮০ টি মৌমাছির খামারে প্রায় ৮ হাজার ৪ শতটি মৌ বাক্স রয়েছে । এবার উল্লাপাড়া উপজেলায় ১ শত ৫০ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে । গত ৪ দিন ধরে শৈত্যপ্রবসহ, প্রচন্ড শীত ও ঠান্ডা পড়ছে । দিনের বেলায় রোদ্রের দেখা মিলছে না । দিনে হালকা কুয়াশা থাকছে । আর রাতে ঘন কুয়াশা । এমন আবহাওয়ায় খামারীরা মৌ বাক্স গুলোতে মৌমাছি আটকে রাখছে । খামারিদের আশংকা চলমান আবহাওয়ায় মৌমাছি বাক্স থেকে বের হলে মৃত্যু ঝুকি রয়েছে ।
মৌ খামারি আব্দুর রশিদ জানান,এখন সরিষা ফুল থেকে মধু সংগ্রহের ভরা মৌসুম কিন্তু চলমান আবহাওয়ার কারণে মৌমাছির বংশ বিস্তার কম ও মৃত্যু ঝুকি রয়েগেছে । সেই সাথে মধু উৎপাদন বাঁধাগ্রস্থ হচ্ছে । প্রায় সব খামারী সতর্ক অবস্থায় রয়েছেন ।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান , চলতি মৌসুমে উল্লাপাড়ায় মৌ খামার গুলো থেকে ১ শত ’৫০ মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ রয়েছে । মৌ খামারিদের বিষয়ে সব সময় খোজ খবর নেওয়া হচ্ছে । চলমান শীতের তীব্রতা থেকে মৌমাছি রক্ষায় খামারীদেরকে মৌ বাক্সগুলো সব সময় চটের বস্তায় ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে ।