উল্লাপাড়ায় গৃহপরিচায়ক কিশোরের রহস্যজনক আত্মহত্যা
রায়হান আলী, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রহস্যজনক এক গৃহপরিচায়ক কিশোর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উধুনিয়া ইউনিয়নের বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহপরিচায়ক কিশোরের নাম শুভ (১২)। সে একই গ্রামের আব্দুস সালামের পুত্র। শুভ একই গ্রামের আবু বক্কার হাজীর ছেলে নুরু মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে গৃহপরিচায়ক হিসেবে কাজ করতো। বুধবার সন্ধ্যা ৬টার দিকে নুরু মিয়ার বাড়িতে ঘরের মধ্য রহস্যজনক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। স্থানীয়রা বলছেন, শুভর মৃতু্টি রহস্যজনক। তারা তদন্তের মাধ্যমে শুভর আত্মহত্যার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহম্মেদ জানান, বিষয়টি অবগত হয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত করে আইননুয়াগ ব্যবস্থা নেওয়া হবে।