উল্লাপাড়া

উল্লাপাড়ায় গুজব প্রতিরোধে মসজিদে সচেতনতা মুলক বক্তব্য

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গুজব প্রতিরোধে মসজিদে, মসজিদে শুক্রবার জুম্মার নামাজ পূর্বে মুসল্লীদের মাঝে কুরআন ও হাদিসের আলোকে সচেতনতা মুলক আলোচনা করা হয়। দেশে যেন কোন কুচক্রী মহল মিথ্যা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না করতে পারে সেই লক্ষ্যে সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এর দিক নির্দেশনায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের পরামর্শে শুক্রবার উপজেলার প্রায় সবগুলো জামে মসজিদে জুম্মার নামাজের আগে গুজব রোধে মসজিদের ইমামগন স্ব স্ব মসজিদে মুসল্লীদের মাঝে কুরআন ও হাদিসের আলোকে সচেতনতা মুলক আলোচনা করেন ।