উল্লাপাড়ায় গলায় গামছা পেচানো পুলিশ সদস্যের লাশ উদ্ধার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়া মডেল থানা পুলিশ সোমবার দুপুরে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম থেকে গলায় গামছা পেচানো এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে । নিহত পুলিশ সদস্যের নাম মোয়াজ্জেম হোসেন(৫৯)। তিনি জেকাদ সরকারের ছেলে ।
মোয়াজ্জেম হোসেন উল্লাপাড়া মডেল থানায় কনস্টবল পদে কর্মরত ছিলো । তার চাকরির মেয়াত ছিলো মাত্র দু মাস ।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুল রহমান মন্ডল, সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক, ও জেলা সিআইডির কর্মকর্তাগন ঘটনা স্থল পরিদর্শন করেছেন ।
মোয়াজ্জেমের তিন ছেলে ও এক মেয়ে । এদের মধ্যে বড় ছেলে মোশাররফ তার স্ত্রীসহ ক্যানাডায় থাকেন । মেজো ছেলে চলচিত্র সংস্থায় কাজ করেন । ছোট ছেলে প্রকৌশলী মশিউর রহমান ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ও মেয়ে মাহিমা আক্তার ঢাকার মিরপুর শহিদ স্মৃতি স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ।
নিহত পুলিশ সদস্যের স্ত্রী হেনা পরভীন জানায় তিনি রবিবার বাড়িতে ছিলেন না। শাহজাদপুর তার এক আত্মীয়র বাড়িতে ছিলেন । তার স্বামী মোয়াজ্জেম হোসেন একা বাড়িতে ছিলেন । তার বড় ছেলে মোশাররফ ক্যানাডা থেকে সকালে বার বার বাবাকে ফোন দিয়ে পায়নি৷ পরে তার মাকে বিষয়টি জানালে সে দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে তিনি দেখেন ঘরের দড়জা খোলা এবং ঘরের বিছানার উপর গলায় গামছা পেচানো স্বামীর লাশ পড়ে থাকতে দেখেন এবং ঘরের জিনিশপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিলো । এতে বুঝা যায় একাধিক ব্যক্তি তার স্বামীকে হত্যা করে রেখে গেছে । সে তার স্বামী হত্যার বিচার চায় ।
সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল স্থানিয় গণমাধ্যম কর্মীদেরকে জানান খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন । এই হত্যাকান্ডের পিছনে স্বানীয়ভাবে কোনো শত্রুতা বা অন্য কোনো কারণ আছে কি না তা পুলিশ ক্ষতিয়ে দেখছে ? এ বিষয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে ।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ এনামুল হক জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
তাং ২৭/০২/২০২৩