উল্লাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ডিলারদের দোকানে নিম্ন আয়ের মানুষের ভীড়
উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ওএমএস, ফেয়ার প্রাইজ ও টিসিবি পণ্য বিক্রয় নিয়োগ প্রাপ্ত ডিলারদের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের ভীড় বেড়েই চলেছে । বর্তমান বাজারে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ ও আটার বাজার মূল্য উর্ধমুখী হওয়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলোর ভরসা সরকার নির্দিষ্ট মূল্য নিধারিত নিয়োগ প্রাপ্ত ডিলারের দোকান ।সরকারের খাদ্য কর্মসুচির আওতায় ওএমএস, ফেয়ার প্রাইজ ও টিসিবি পণ্য বিক্রয় ডিলারদের মাধ্যমে উল্লাপাড়া উপজেলায় সল্পমূল্যে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের কাছে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ ও আটা বিক্রয় করা হচ্ছে । শুক্রবার ও শনিবার বাদে সপ্তায় ৫ দিন ওএমএস চাল -২৪ টাকা কিজি ও আটা -৩০ টাকা কেজি দরে বিক্রয় করা হয়, মাসে একবার ১৫ টাকা কেজি দরে ফেয়ার প্রাইজ চাল এবং মাসে একবার টিসিবি পণ্য চিনি-৬০ টাকা কেজি, মশুর ডাল-৭০ টাকা কেজি, সয়াবিন তেল-১১০ টাকা কেজি ও পেঁয়াজ-২০ টাকা কেজি দরে বিক্রয় করা হয় । সূর্য্য উঠার আগেই নিম্ন ও মধ্য আয়ের বয়োবৃদ্ধ পুরুষ- মহিলা দীর্ঘ লাইন ধরে ওই চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, আটা সংগ্রহ করে থাকে । উল্লাপাড়া পৌর এলাকার রেলওয়ে স্টেশন বাজারে ওএমএস ডিলার শ্যামল দত্তর দোকানে গিয়ে দেখা গেলো বিশাল বয়োবৃদ্ধ পুরুষ-মহিলার দীর্ঘ দুটি লাইন । একই বাজারে ওএমএস ডিলার মোঃ বাবর আলী বাবলুর দোকানে একই দৃশ্য । অপর দিকে পৌর শহরের গুলিস্থানে টিসিবির ডিলার আবুল কালাম আজাদের দোকানে দেখা গেলো বয়োবৃদ্ধ পুরুষ- মহিলার দীর্ঘ লাইন । এরা সবাই সরকারের বেঁধে দেওয়া নিধারিত মূল্যের চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ ক্রয় করছে ।
ওএমএস এর চাল- আটা ক্রয় করতে আসা উল্লাপাড়া পৌর এলাকার সিংহগাঁতী গ্রামের মোছাঃ জাহানারা খাতুন জানান, তার সংসারে দুই ছেলে- দুই মেয়ে ও শাশুরি সহ ৭ জনের সংসার । দ্রব্যমূল্যের পাগলা ঘড়ার মতো লাফিয়ে লাফিয়ে উর্ধমুখী হওয়ায় রিক্সা চালক স্বামীর আয় দিয়ে সংসার চালানোই কঠিন । চাল কিনলে সবজি কেনা কঠিন । তাই সংসারের অভাব দুর করার জন্য ডিলারের মাধ্যমে সরকারের দেয়া কম মূল্যের চাল ও আটা ক্রয় করার জন্য সূর্য্য উঠার আগেই এসে লাইনে দাড়িয়েছে । এখান থেকে ২৪ টাকা দরে ৫ কেজি আটা ও ৩০ টাকা দরে ৫ কেজি চাল কিনবেন । প্রতি সপ্তাহে এখান থেকে একবার করে চাল আটা কেনেন তিনি । তা দিয়ে ৭ জনের সংসার পুরাপুরি চলে না, এর বাইরেও চাল আটা বাজার থেকে বেশী মূল্য দিয়ে কিনতে হয় । এ ভাবেই জোড়া তালি দিয়ে কোনোমতে টেনে টুনে সংসার চলাচ্ছেন তিনি ।
একই কথা জানালেন টিসিবি পণ্য ক্রয় করতে আসা পৌর এলাকার কাওয়াক গ্রামের আয়নাল হোসেন। তিনি জানান বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধগতির কারণে সমাজের মধ্যবৃত্তদের ক্রয় ক্ষমতা কঠিন হয়ে পড়েছে । তাই সংসার চালানোর তাগিদে সল্প মূল্যের টিসিবি পণ্য ক্রয় করতে লাইনে এসে দাড়িয়েছেন ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম তালুকদার বলেন সরকারের খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় উল্লাপাড়া পৌর এলাকারয় ৬ জন ওএমএস ডিলারের মাধ্যমে ছুটিরদিন ব্যাতিতো প্রতিদিন নিধারিত মূল্যে ৫ কেজি চাল, ৫ কিজি আটা বিক্রি করা হচ্ছে । এছারাও ১৪ টি ইউনিয়নে মাসে একবার করে ৪৬ জন ফেয়ার প্রাইজ ডিলার নিধারিত মূল্যে ৩০ কেজি চাল বিক্রয় করছে এবং প্রতি মাসে একবার করে পৌরসভায় ১ জন এবং ১৪ টি ইউনিয়নে ১৪ জন টিসিবি পণ্য ডিলারদের মাধ্যমে নিধারিত মূল্যে চিনি, তেল, মশুর ডাল, পেঁয়াজ বিক্রি করা হচ্ছে । এতে প্রতি মাসে উপজেলার প্রায় ৫৫ হাজার মানুষ উপকৃত হচ্ছে ।