উল্লাপাড়ায় কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অটো ভ্যান, হুইলচেয়ার ও বস্ত্র বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমাজের অবহেলিত অসহায় ও দুঃস্থদের কর্মসংস্থানের জন্য ৭ টি অটো ভ্যান রিক্সা, প্রতিবন্ধীদের জন্য ৪ টি হুইলচেয়ার, ৪ শত পিছ লুঙ্গি ও ৩৫০ পিছ শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে ।
শুক্রবার বেলা ১২ টায় উল্লাপাড়াস্থ কৃষি চিত্র ইউটিউব চ্যানেল চত্ত্বরে কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন অসহায় ও দুঃস্থদের হাতে অটো ভ্যান রিক্সার চাবি তুলে দেন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন । এ সময় উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মকলেছুর রহমান, উপজেল সহকারী প্রগ্রামার কর্মকর্তা মোঃ রাহেন বাদশা রায়হান, সিনিয়র শিক্ষক মোঃ ইউসুব আলী মন্টু, কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পরিচালক মোঃ রইচ ইসলাম মানিক মিয়া ।
অটো ভ্যান রিক্সা, হুইলচেয়ার লুঙ্গি ও শাড়ি কাপড় বিতরণ উপস্থিত শেষে প্রায় ২ হাজার অসহায় দুঃস্থদেরকে দুপুরে খাশির মাংশ ও মিরামিশ দিয়ে পোলাও পেট ভরে খাওয়ায়ে দেন । কৃষি চিত্র ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠাটা পরিচালক মোঃ রইচ ইসলাম মানিক প্রতি শুক্রবার এইভাবে প্রায় ২ হাজার বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় ও দুঃস্থদের খাওয়ায়ে থাকেন । এ খাওয়ানো বিষয়ে তিনি দেশি-বিদেশি ব্যক্তি বা সংস্থা থেকে আর্থিক সহযোগীতা পেয়ে থাকেন বলে মোঃ রইচ ইসলাম মানিক জানায় ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৭/০৩/২০২৩