উল্লাপাড়ায় কৃষকের ৭ বিঘা জমির বিভিন্ন শীতের সবজি কেটে ফেলার অভিযোগ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়ায় দুই গ্রামের যুবকদের গোলযোগের জেরধরে ৮ জন কৃষকের ৭ বিঘা জমির শীত কালীন সবজির গাছ কেটে, মুচড়ে এবং উপরে ফেলে বিনষ্ট করেছে দলবদ্ধ যুবকেরা ।
ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের গোবিন্দপুর ও শ্রীবাড়ী গ্রামে। এ বিষয়ে আব্দুল হান্নান উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
২৩ ডিসেম্ব তারিখে উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানাযায়, গোবিন্দপুর গ্রামে ইসলামী জালসাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মাঝে গোলযোগ বাঁধে। এ সময় আব্দুল হান্নান উভয় পক্ষকে শান্ত করেদেন।
গত ২১ ডিসেম্বর আব্দুল হান্নান, ঠান্ডুমিয়া ও গণিমিয়া শ্রীবাড়ী গ্রামের মাঠের জমিতে ফুলকপি কাটার জন্য গেলে ওই গ্রামের দলবদ্ধ যুবক: বাদল হোসেন, শরিফুল ইসলাম, রাঙ্গা,আশরাফুল, সুজন, হাসান, জুয়েল, জাহিদুল,রাসেল,ছারোয়ার,ইমরান, সাইফুল,সহ ৩০/৩৫ জন উত্তেজিত যুবক কিল-ঘুষি মেরে এবং ভয়ভীতি প্রদর্শন করে ৮ জন কৃষকের প্রায় ২৫০ শতক জমির শীত কালীন সবজি: ফুলকপি,টমেটো, আলু,বেগুন, মিষ্টি কুমরা, পিয়াজ, লাউগাছ ও সরিষার জমির গাছ কেটে মুচরে ও উপরে ফেলেছে। এতে করে কৃষকদের প্রায় ৪ থেকে ৫ লাক্ষ টাকার ক্ষয়-ক্ষতি করে ।
সবজি চাষী মো:আব্দুল হান্নানের অভিযোগের বিষয়টি উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মো: আব্দুস সালাম নিশ্চিত করেছেন।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া প্রতিনিধি
২৩/১২/২০২২