উল্লাপাড়া

উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এক হাজার চারশত পঞ্চাশ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনার ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ৷ কৃষি প্রনোদনার মধ্যে রয়েছে ৫ কেজি করে ব্রি- ধান-৭৫ উফশী রোপা আমন ধানবীজ। দশ কেজি করে ডিএপি সার ও দশ কেজি করে এমওপি সার প্রতিজন কৃষকে দেওয়া হয় ৷
শনিবার দুপুর দুই টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রনোদনা হিসেবে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ৷
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ ৷

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১০-০৬-২০২৩